একাত্তরলাইভডেস্ক: ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজনীতিতে সৌহার্দ্য-সম্প্রীতি নষ্ট করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি অভিযোগ করেন, তারা (আওয়ামী লীগ) এমন একটি পরিবেশ তৈরি করছে যে, বিএনপিকে কোথাও দাঁড়াতে দেওয়া যাবে না।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সম্মানে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা বিনিয়ম অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ উপস্থিত ছিলেন।মির্জা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগ চায়, কোথাও বিএনপিকে দেখা যাবে না, দলটির সঙ্গে বসা যাবে না। এই যে একটা সংস্কৃতি চালু করলো আওয়ামী লীগ, এটা এবার পূজার সময় মোটামুটি স্পষ্ট হয়েছে আমাদের কাছে।’তিনি বলেন, ‘এর মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করতে চেয়েছে, এই (হিন্দু সম্প্রদায়ের) ভোট ব্যাংকের মালিক আওয়ামী লীগ, বিএনপি নয়। পূজামণ্ডপে গিয়ে আমি বলেছি, আমরা হিন্দুদেরকে ভোট ব্যাংক ভাবি না।“এই দেশে হিন্দুরা জন্মগ্রহণ করেছে। তারা এদেশে জন্মগতভাবে ভোটার। তাদেরকে যদি কোনো দল ভোট ব্যাংক ভাবে তারা সেই জাতিকে খাটো করছে। নিজেকে খাটো করা হচ্ছে। ওই হিন্দু সম্প্রদায়কে খাটো করা হচ্ছে। তাই তাদেরকে কোনো দলের ভোট ব্যাংক ভাবার কোনো অবকাশ নেই”, বলেন বিএনপির এই নীতি নির্ধারক।এ সময় বাংলাদেশকে ধর্মীয় সম্প্রীতির দেশ হিসেবে উল্লেখ করেন মির্জা আব্বাস।
‘রাজনীতিতে সৌহার্দ্য নষ্ট করছে আ.লীগ’

October 13, 2016