রাজধানীর শাকুরা বারের সামনে এক যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগ শাকুরা বারের সামনে এক যুবককে পিটিয়ে হত্যা করছে শাকুরা বারের স্টাফরা। তবে নিহত যুবকের (৩২) নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটানাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ১১টার দিকে।

শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) রায়হান হোসেন জানান, রাত ১২টার দিকে থানা মারফত সংবাদ পাই শাকুরা বারের সামনে এক যুবককে পিটিয়ে আহত অবস্থায় ফেলে রাখা হয়েছে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এসআই আরও জানান, মৃত ব্যক্তির নিচের ঠোঁটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কিভাবে তার মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায় নাই। তার পরনে লাল চেক শার্ট ও জিন্স প্যান্ট ছিল।