নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় তেলের লরি নিয়ন্ত্রণ হারিয়ে দুলাল (৫০) নামে একজন শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অপর আরেক শ্রমিক সাত্তার (৪০)। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উত্তরার জসিম উদ্দীনের ব্যাংক এশিয়ার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুলালের বাড়ি নোয়াখালীর চাটখিল থানায়। তিনি রাজধানীর তেজগাঁওয়ের ভাড়া বাসায় থাকেন। আহত অপর শ্রমিক সাত্তারের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলায়।
নিহতের প্রতিবেশী ইব্রাহিম জানান, বৃহস্পতিবার রাতে তেল নিয়ে গাজীপুরের জিরানী থেকে তেজগাঁওয়ের আসছিলো লরিটি। পথে উত্তরার জসিম উদ্দিনে লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ফুটপাতের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় লরির শ্রমিক দুলাল ও সাত্তার গাড়ির নিচে পড়ে মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, নিহত দুলালের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া আহত সাত্তারকে জরুরী বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।