রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

একাত্তলাইভ ডেস্ক: রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় হাফিজুর রহমান (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।রোববার রাত ৮টার দিকে মধ্য বাড্ডার রিং রোডে এ দুর্ঘটনা ঘটে।নিহতের বড় ছেলে মো. নাসির উদ্দীন জানান, তার বাবা রিং রোড বাজার থেকে বাসায় ফিরছিলেন। এ সময় হিমাচল পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১০টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক বাচ্চু মিয়া।