একাত্তরলাইভডেস্ক: রাজধানীর মালিবাগ ফ্লাইওভারে কাজ করার সময় জেনারেটরের তার থেকে বিদ্যুৎস্পৃষ্টে কামাল হোসেন (৫৫) নামে এক শ্রমিক মারা গেছে।সোমবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। কামাল হোসেন পটুয়াখালীর ডেঙ্গপাড়ার আনোয়ার হোসেনের ছেলে। তিনি রাজধানীর মুগদা মদিনা পাম্প এলাকার নুরুন্নবীর বাড়িতে ভাড়া থাকতেন। নিহতের ভাই জাকির হোসেনের বরাত দিয়ে বাচ্চু মিয়া জানান, রাতে বিদ্যুৎ ছিলো না। তখন তারা কাজ করছিলেন। এ সময় জেনারেটরের তার গায়ে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেকে আনা হয়।
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
November 1, 2016