রাজধানীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

একাত্তলাইভ ডেস্ক: রাজধানীতে ট্রেনে কাটা পড়ে মো. ইসমাইল হোসেন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর  খিলক্ষেত রেলক্রসিয়ে এ ঘটনা ঘটে।ইসমাইলের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের চরপাড়ায়। সে মোরাপাড়া ডিগ্রি কলেজর শিক্ষার্থী। তার বাবার নাম আসাদুল্লাহ।মৃত্যুর ঘটনা নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল  কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহতের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে খিলক্ষেত রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে ইসমাইলের দুই পা কেটে যায়। পরে আহত অবস্থায় ঢামেকে নিয়ে গেলে সাড়ে ৭ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।