একাত্তলাইভ ডেস্ক: রাজধানীর পূর্ব রাজাবাজারে রাকিবুল ইসলাম মুন্না (১৮) নামের এক তরুণ ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। মুন্না ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে গত বছর এইচএসসি পাশ করে।মেডিক্যাল ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা পৌনে ৬টার দিকে পূর্ব রাজাবাজারে রাস্তার পাশে মুন্নাকে স্থানীয় আকাশসহ আরো কয়েকজন ছুরিকাঘাত করে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শমরিতা হাসপাতালে ভর্তি করে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।মুন্নার ছোট ভাই রিয়াদ জানায়, দুই-তিন দিন আগে ক্রিকেট খেলা নিয়ে গ্রিন রোডের আকাশ গ্রুপের সঙ্গে আমার দ্বন্দ্ব হয়। আজ (বৃহস্পতিবার) বিষয়টি বড় ভাই (মুন্না) মীমাংসা করতে গেলে তখন কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আকাশ মুন্নাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, নিহতের পরিবার মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আকাশকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রাজধানীতে ছুরিকাঘাতে তরুণ নিহত

October 6, 2016