রাজধানীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

একাত্তরলাইভডেস্ক: রাজধানীর ভাটারায় ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।পরে ওই কিশোরীকে উদ্ধার করে তার স্বজনেরা রাত ২টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।ওই কিশোরীর বাবা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহিন নামে এক প্রতিবেশী তার মেয়েকে ডেকে ছমির উদ্দীন মার্কেটের পাশের একটি ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করছিল রাশেদুল ও তার আরেক সহযোগী নাজমুল।তিনি আরো জানান, সেখানে কিশোরী গেলে রাশেদুল তাকে ধর্ষণ করে। বিষয়টি সে সবাইকে বলে দেবে বললে রাশেদুলের সহযোগী শাহীন ও নাজমুল বেধড়ক মারধর করে। পরে রাত সাড়ে ১২টার দিকে তাকে আহত অবস্থায় বাসার সামনে ফেলে যায়।এ বিষয়ে ভাটারা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেন জানান কিশোরীর বাবা।ওই কিশোরী স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ত।