নিজস্ব প্রতিবেদক
রাজধানীর খিলক্ষেতে এক ড্রেজার ব্যবসায়ীর গুলিতে একই পরিবারের তিনজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজধানীর খিলক্ষেতে এক ড্রেজার ব্যবসায়ীর গুলিতে একই পরিবারের তিনজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার ভোর ৬টা ডেলনা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সুদু মিয়া (৫০), তারা চাচাতো বোন ফাতেমা (৪৫) এবং ছেলে আবদুল আলিম (৩০)।
হাসপাতালে চিকিৎসাধীন সুদু মিয়া জানান, রাতে তার মালিকানাধীন জমিতে ড্রেজার পাইপ বসান হামিদুর রহমান নামে এক ড্রেজার ব্যবসায়ী।
পরে শনিবার ভোরে বিষয়টি টের পেয়ে তিনিসহ গ্রামের আরো অনেকেই বাধা দিতে গেলে গুলি চালায় হামিদুর রহমান। এতে গুলিবিদ্ধ হন তারা।