একাত্তরলাইভডেস্ক:রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটি)।গ্রেফতাররা হলেন— মো. মুক্তার হোসেন (৩৬), মো. মিজানুর রহমান বাবু (২২), মো. সোহেল আহম্মেদ (৩২) ও মো. জনি (২৫)।রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম।তিনি বলেন, সোমবার রাতে যাত্রাবাড়ী থানার কাজলা এস শাহ সিএনজি ফিলিং অ্যান্ড কনভারশন স্টেশনের সামনে থেকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় মামলা রুজু করা হয়েছে।
রাজধানীতে ৬ লাখ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

October 18, 2016