বেনাপোল প্রতিনিধি : কথায় আছে রাখে আল্লাহ মারে কে। কে বা কারা মৃত ভেবে রুগ্ন এক অজ্ঞাত বৃদ্ধকে বস্তাবন্দি করে সড়কের পাশে ফেলে গেছে। জীর্ণ শীর্ণ অবস্থায় জীবন্ত বৃদ্ধকে উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি। বৃদ্ধের শরীরের বিভিন্ন স্থানে পচন ধরায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (নাভারণ হাসপাতাল) চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি নিজের নাম বিল্লাল হোসেন ছাড়া আর কিছুই বলতে পারছেন না।
পুলিশ ও স্থানীয়রা জানান, যশোর-বেনাপেল মহাসড়কের পাশে বেনাপোল আমড়াখালি নামক স্থানে সোমবার বিকেলে একটি বস্তাবন্দী অবস্থায় নড়ে চড়ে উঠলে বিষয়টি পথচারীদের নজরে পড়ে। তারা এগিয়ে গিয়ে বস্তার মুখ খুলতেই প্রচণ্ড পঁচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে পুলিশে খবর দিলে তারা এসে বস্তাটিতে বন্দি অবস্থা থেকে এক বৃদ্ধের রুগ্ন জীবিত দেহটি উদ্ধার করে। দ্রুত তাকে উদ্ধার করে নাভারন হাসপাতালে ভর্তি করে পুলিশ।
শার্শা থানার ওসি মনিরুজামান জানান, পথচারীদের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে এ বৃদ্ধকে মৃত প্রায় অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার নাম ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ এ এফ এম মঈনুদ্দিন বলেন, রুগ্ন মৃত প্রায় অবস্থায় ভর্তি করা বৃদ্ধকে সাধ্যমত চিকিৎসা দেওয়া হচ্ছে। একটু সুস্থ্য হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।