রাখাউন বুড্ডিস্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশনের ৩০ বছর পূর্তী

মাহাবুবুর রহমান,কক্সবাজার
রাখাইন সম্প্রদায় কক্সবাজারের ঐতিহ্য তাদের সুরক্ষা এবং জীবনাচার আরো সচ্চ সুন্দর করতে আওয়ামীলীগ সরকার কাজ করেছে। একই সাথে তাদের বর্তমান জীবন মানও বেশ উন্নত। একই সাথে লেখাপড়া এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে সর্বখেত্রে আরো এগিয়ে আসার আহবান জানিয়েছে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকও পৌর মেয়র মুজিবুর রহমান। তিনি গতকাল বিকাল ৪ টায় কক্সবাজার শহরের টেকপাড়াস্থ রাখাইন বুড্ডিস্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সম্মেলন কক্ষে রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের ৩০ বছর পূর্তী উপলক্ষ্যে’ দ্য রাখাইন রিভিউ’৫ম সংখ্যার মোডক উন্মোচন এবং গুনীজন সংবর্ধনা সভায় উপরোক্ত কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মং ছেন লার সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলার দিদারুল ইসলাম রুবেল,স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব মংহ্লা চিং, এতে গুনীজন হিসাবে সংবর্ধিত হন সাবেক সভাপতি মংক্যমান,উক্যথিন,উমংটিন,মংবুরী। বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উজ্জল কর, ও সংগঠনের সহ সভাপতি মংরীফ্রু।এ সময় রাখাইন সম্প্রদায়ের বক্তারা পরিস্কার পরিচ্ছন্ন নগরী এবং শান্তিতে বসাবাস করার সবার সহযোগিতা কামনা করেন