একাত্তরলাইভডেস্ক: ব্লগার নাজিমুদ্দিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত রশিদুন্নবী একাধিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন। ডিএমপির মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন হয়।মনিরুল ইসলাম বলেন, রশিদুন্নবী শুধু নাজিমুদ্দিন হত্যায় নয়, জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয় হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত। তার ব্যাপারে পুলিশের কাছে তথ্যও আছে। তাকে কলাবাগান থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হবে।মনিরুল বলেন, রশিদুন্নবী আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া জঙ্গিরাও তার কথা বলেছে। তবে সে পালিয়ে ছিল। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত ছিল। তারই অংশ হিসেবে রোববার রাতে তাকে সায়েদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়।গত ৬ এপ্রিল রাতে খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন কোর্সের ছাত্র নাজিমুদ্দিন সামাদ (২৭)।গেন্ডারিয়ায় নিজের বাসায় ফেরার পথে পুরান ঢাকার সূত্রাপুরে তাকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
রশিদুন্নবী একাধিক হত্যাকাণ্ডে জড়িত : মনিরুল

October 17, 2016