একাত্তরলাইভডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার আগামী রবিবার (১৮ নভেম্বর) থেকে শুরু হবে।
শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেন, রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎকার নেয়া হবে।
রংপুর বিভাগের পঞ্চগড়-১ আসন দিয়ে সাক্ষাৎকারটি শুরু হবে বলে জানান তিনি। এছাড়া একই দিনে রাজশাহী বিভাগের সাক্ষাতকার নেওয়া হবে।
সাক্ষাৎকারের সময় মহানগর, জেলা, উপজেলার সাধারণ সম্পাদক ও সভাপতিকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।