রংপুরে বজ্রপাতে মা-মেয়ে নিহত

একাত্তলাইভ ডেস্ক: রংপুরে বজ্রপাতে আদিবাসী মা ও মেয়ে নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের কোচ্ছারপাড়া গ্রামে।নিহতরা হলেন- কোচ্ছারপাড়া গ্রামের অদিবাসী মন্টু মূর্মের স্ত্রী রাফিনা মূর্ম (৫৫) এবং মেয়ে সেলিনা টুডু (২২)। সকালে বাড়ির আঙ্গিনায় কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।মদনখালী ইউনিয়নের চেয়ারম্যান শামছুল আলম জানান, উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষ ঘটনাস্থল পরির্দশন করেছেন। নিহতদের লাশ সৎকারের জন্য পরিবারের কাছে অর্থ সহায়তা দেওয়া হয়েছে।পীরগঞ্জ থানার ওসি রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।