রংপুরে পল্লী চিকিৎস খুন

রংপুর প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত পল্লী চিকিৎসক বাবুল মিয়া (৩০) মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
বাবুল মিয়া উপজেলার মিলনপুর ইউনিয়নের উত্তর হামিদপুর গ্রামের মৃত আমজাদ মিয়ার ছেলে।
এর আগে গত শনিবার রাতে বাড়ি ফেরার পথে একদল ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এসময় তার গতিরোধ করে মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন থেকে রোববার রাতে মারা যান তিনি।
মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মিঠাপুকুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।