যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে কলকাতায় যাচ্ছেন পরী

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামারকন্যা পরীমনি।সিনেমা ও বিজ্ঞাপনের কাজে অনেকবারই কলকাতায় গিয়েছেন এই অভিনেত্রী। এবার যৌথ প্রযোজনায় নির্মিতব্য সিনেমা ‘স্বপ্নজাল’র শুটিংয়ে অংশ নিতে কলকাতায় যাচ্ছেন তিনি। সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পরী।এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘ইতোমধ্যে স্বপ্নজাল সিনেমার অর্ধেক কাজ শেষ হয়েছে। বাকি অর্ধেক কাজ করতেই চলতি মাসের ২৫ তারিখ কলকাতায় যাচ্ছি। সেখানে কয়েকটি লোকেশনে এ সিনেমার দৃশ্যধারণের কাজ হবে। আর গিয়াস উদ্দিন সেলিম ভাইয়ের কাজের কথা নতুন করে কিছু বলার নেই। এর আগে তার কাজ দেখে অসংখ্য দর্শক মুগ্ধ হয়েছেন। আমিও তার কাজের ভক্ত। এ সিনেমার কাজও অনেক ভালো হচ্ছে। আশা করছি, দর্শক সিনেমাটি দেখে মুগ্ধ হবেন।’আগামী ২৫ অক্টোবর কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন পরীমনি। সেখানে ১০ দিন মনপুরা খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ সিনেমার শুটিং করবেন। এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করছেন নবাগত ইয়াশ রোহান।এ প্রসঙ্গে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘যৌথ প্রযোজনার এ সিনেমার কিছু কাজ বাংলাদেশে সম্পন্ন হয়েছে। এখন কিছু কাজ কলকাতায় করব। তারপর আবার বাংলাদেশে শুটিং করব।’বাংলাদেশ থেকে বেঙ্গল ক্রিয়েশনস ও ভারত থেকে বেঙ্গল বারতা সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে। যৌথ প্রযোজনার এ সিনেমাটি কে কে পরিচালনা করছেন? এমন প্রশ্নের জবাবে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘একটি সিনেমা একজন পরিচালকই নির্মাণ করেন। একটি সিনেমায় দুজন নির্মাতা থাকতে পারে না। আর যৌথ প্রযোজনার নীতিমালায় দুজন পরিচালক থাকতে হবে তাও লেখা নেই।’ গত ফেব্রুয়ারিতে চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর তীরে একটি বাড়িতে একমাস ‘স্বপ্নজাল’ সিনেমার শুটিং হয়। পরী-রোহান ছাড়াও এতে আরো অভিনয় করছেন, ফজলুর রহমান বাবু, শিল্পী সরকার অপু, ওয়াহিদা মল্লিক জলি, ইরেশ যাকের ও প্রসূন আজাদ। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন অর্ণব।