যৌথসভা ডেকেছে ঢাকা মহানগর বিএনপি

একাত্তরলাইভডেস্ক: ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণের জন্য যৌথসভা ডেকেছে বিএনপি ঢাকা মহানগর শাখা। শনিবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হবে। শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি ঢাকা মহানগর কমিটির সদস্য মো. ইউনুস মৃধা বিষয়টি জানিয়েছেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস। যৌথসভায় ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতা এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, মহানগর বিএনপির সকল থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।