একাত্তরলাইভডেস্ক: ভুল ইংরেজি বলাতে চীনাদের জুড়ি মেলা ভার। এ কথা মার্কেটে বেশ প্রচলিত আছে যে, চীনাদের ইংরেজি শেখাটা এভারেস্ট জয়ের মত কঠিন। বিশ্বের প্রায় সর্বত্রই চীনাদের দেখা যায়। তাদের সঙ্গে কথা বলেও দেখা যায়, উচ্চ শিক্ষিত চীনা নাগরিক ইংরেজিতে ঠিক সাবলীল নন। এর আসল কারণ কী? সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এর পাঁচটি কারণ চিহ্নিত করা হয়েছে। ১. চীনাদের প্রধানতম ভাষা ম্যান্ডারিন। এই ভাষাকে খুব গুরুত্ব দেওয়া হয় দেশটিতে। দিতে গিয়ে শিক্ষা ব্যবস্থায় ইংরেজিকে অবহেলা করা হয়েছে দীর্ঘদিন। শিক্ষার্থীদের বোঝানো হয় ম্যান্ডারিনকেই দুনিয়ার সেরা ভাষায় পরিণত করতে হবে। এর ফলে সে দেশে ইংরেজি শিক্ষকের অভাব শুরু হয়েছিল। ফলশ্রুতিতে ইংরেজি খারাপের দিকে যায়। ২. ইংরেজিতে অনেক বিষয় শিখতে হয়। যেমন- আর্টিক্যাল, নাউন, জেন্ডার, ভার্ব, টেন্স ইত্যাদি। কিন্তু ম্যান্ডারিন ভাষায় এসব শিখতে হয় না। ৩. ইংরেজি ব্যাকরণটা খুবই কঠিন মনে হয় চীনাদের। এটা তারা কোনভাবেই নিতে পারে না। অনেকটা ওই এভারেস্ট জয়ের মতনই। ৪. চীনা সংস্কৃতি ও জীবনযাত্রায় ইংরেজি চর্চা একেবারেই নাই। বিশ্বের অন্যতম বৃহৎ এই দেশটিতে কেবল ম্যান্ডারিন আর ম্যান্ডারিন।৫. অক্ষরগতভাবেও ম্যান্ডারিন আর ইংরেজির ফারাক অনেক। দুটোর মিল নেই বললেই চলে। ফলে সম্পূর্ণ ইংরেজি শিখতে নতুন জগতে প্রবেশ করতে হয় তাদের। এতে করে বিপাকেই পড়তে হয় তাদের।
যে কারণে চীনাদের ইংরেজি খারাপ
November 6, 2016