যে কারণে কাঁদলেন মাশরাফি

অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারণায় দিন-রাত ব্যস্ত মাশরাফি বিন মুর্তজা। বিপুল জনসমর্থনের উৎসাহে সেই প্রচারে বেশ সফল বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তবে গতকাল বৃহস্পতিবার জনসংযোগের সময় এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হতে হয় মাশরাফি তথা নড়াইলবাসীর।

বিকেলে স্ত্রী সুমনা হককে নিয়ে তার নির্বাচনী বিভিন্ন এলাকায় পথসভা শেষে লোহাগড়ায় ফিরছিলেন মাশরাফি। ঠিক এমন সময় তার নিরাপত্তার দায়িত্বে থাকা ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মনির হোসেনের মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ সময় মাশরাফি তার পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করে ছুঁটে যান হাসপাতালে। সেখানে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি ক্রিকেট মাঠের গতি নিয়েই গত ২৩ ডিসেম্বর থেকে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত নড়াইল পৌরসভা, সদরের ৮টি ইউনিয়ন এবং লোহাগড়া পৌরসভা ও লোহাগড়ার ১২টি ইউনিয়ন ঘুরে বেরিয়েছেন ভোটারদের মাঝে। মাশরাফির হয়ে একইভাবে ভোট চেয়ে যাচ্ছেন তার সহধর্মিণী সুমনা হক সুমি। নিজ এলাকা দেবী-সহযাত্রীতেও স্বামীর হয়ে ভোট চান সুমি।