যেমন হতে পারে প্রথম টি২০’র টাইগার একাদশ

ক্রীড়া ডেস্ক
ওয়ানডেতে হোয়াইটওয়াশের স্মৃতি দূরে ঠেলে আগামীকাল নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ প্রথম টি২০ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ।  বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে চ্যানেল নাইন।

ওয়ানডেতে বাজেভাবে হারের পর টি২০ ম্যাচে পরিবর্তন আসতে পারে টাইগার স্কোয়াডে। প্রথম টি২০ ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে পেসার তাসকিন আহমেদকে। তার পরিবর্তে সিরিজে প্রথমবারের মতো দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে পেসার রুবেল হোসেনের। শোনা যাচ্ছে, টেস্টে অভিষেক হতে পারে তাসকিনের। এছাড়া তানভীর হায়দারের জায়গার টি২০ স্কোয়াডে ফিরতে পারেন সৌম্য সরকার।

তানভীরের বিদায়টা নিশ্চিতই ছিল তবে সৌম্যর ফেরা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ বিপিএলে দারুণ খেলা মেহেদী হাসান মিরাজ রয়েছেন দলের বাইরে। অনেকদিন আগে থেকে রানের মধ্যে নেই সৌম্য। ২০১৫ সালে বিশ্বকাপের পর বলার মতো কিছু করেননি সৌম্য।

এমনকি  প্রিমিয়ার লীগ, বিপিএলেও রান পাননি এই বামহাতি ব্যাটসম্যান। তবে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি ম্যাচে কিছু রান পাওয়ায় আবার কোচের আস্থা অর্জন করেন সৌম্য। সে কারণেই ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডের দলে নেওয়া হয় তাকে। তবে সেখানেও ব্যর্থ হন সৌম্য। পরের ম্যাচে বাদ পড়ে যান দল থেকে।

তবে তানভীর ব্যর্থ হওয়ায় আবার মূল একাদশে ফিরতে পারেন সৌম্য। দল ঘোষণা না হওয়ায় সৌম্য ও রুবেলের ফেরাটা আপাতত গুজবই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।