যুদ্ধাপরাধ : ১৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ

একাত্তরলাইভডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের আকরাম খানসহ ১৩ জনের বিরুদ্ধে ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একইসঙ্গে এই মামলায় আটক চারজনকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল এবং সাবিনা ইয়াসমিন খান মুন্নি। সাবিনা ইয়াসমিন মুন্নি ট্রাইব্যুনালের আদেশের বিষয়টি নিশ্চিত করেন। আটক চার আসামি হলেন- আকরাম খান, রুস্তম আলী মোল্লা, সৈয়দ মো. ওকিল উদ্দিন ও মো. মুকবুল মোল্লা। তাদের আগামী ২০ এবং ২১ নভেম্বর সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য বলা হয়েছে। এ মামলায় মোট আসামি ১৩ জন। তাদের মধ্যে চারজন আটক। বাকিরা পালাতক।  মামলার অন্য আসামিরা হলেন- আশ্রাব খান (৬৫), সুলতান আলী খান (৫৮),  ইদ্রিস আলী মোল্লা (৬৩), মোকসেদ আলী দিদার (৮৩), শেখ ইদ্রিস আলী (৬১), শেখ রফিকুল ইসলাম ওরফে বাবুল (৫৪), মো. মনিরুজ্জামান হাওলাদার (৬৯), মো. হাসেম আলী শেখ (৭৯) ও মো. আজাহার আলী সিকদার (৬৪)। গত ১৬ জুলাই আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পারোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। ওই দিন চার আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।