যুদ্ধাপরাধে অভিযুক্ত রমজান মারা গেছেন

একাত্তলাইভ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার রমজান আলী (৭৪) মারা গেছেন। শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মেডিক্যাল প্রতিনিধি জানান, শুক্রবার সকালে রমজান আলীকে ঢামেক হাসপাতালে আনা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫ টার দিকে তিনি মারা যান।তিনি বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। মুক্তিযুদ্ধকালীন মানতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে নেত্রকোনাথেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে দেওয়া হবে।