আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে ডেপুটি শেরিফসহ আটজন নিহত হয়েছেন।
বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া অনলাইনের ব্রেকিং নিউজে রোববার এ তথ্য জানানো হয়েছে।
সন্দেহভাজন হামলাকারী হিসেবে কোরি গডবল্ট নামে একজনকে আটক করেছে পুলিশ।
মিসিসিপি ব্যুরো অব ইনভেস্টিগেশনের মুখপাত্র ওয়ারেন স্ট্রেইন জানিয়েছেন, প্রত্যন্ত লিংকন কাউন্টিতে স্থানীয় সময় শনিবার রাতে পৃথক তিনটি বাড়িতে হামলা চালানো হয়।
স্ট্রেইন জানিয়েছেন, সন্দেহভাজনের বিরুদ্ধে এখনো কোনো চার্জ গঠন করা হয়নি। তা ছাড়া তাৎক্ষণিকভাবে হত্যার উদ্দেশ্য সম্পর্কেও কিছু পরিষ্কার হওয়া যায়নি। বন্দুকধারী যাদের হত্যা করেছেন, তাদেরকে তিনি আগে থেকে চিনতেন কিনা, সে বিষয়টিও জানা যায়নি।