একাত্তরলাইভডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম যুক্তরাজ্য গেছেন। শুক্রবার সকাল ৯টা ৫০ মিনিটে তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশ ছাড়েন। এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। আলোচনা শেষে রাত ৯টার পর তিনি গণভবন ত্যাগ করেন। সূত্র জানায়, লন্ডনে অসুস্থ স্ত্রীকে দেখতে যাওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে ১৫ দিনের ছুটি নিয়েছেন। এর আগে গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈয়দ আশরাফের স্ত্রীর অসুস্থতার কথা জানতে পারেন। এরপর তাকে লন্ডনে গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর পরামর্শ দেন।
যুক্তরাজ্য গেলেন সৈয়দ আশরাফ
October 28, 2016