অনলাইন ডেস্ক : পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে তীব্র যানজটের কবলে পড়েছে রাজধানী ঢাকা। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। তার উপর আবার তীব্র যানজটের কারণে পাবলিক পরিবহনগুলো সময় মতো স্টপেজে না পৌঁছাতে পারায় চরম পরিবহন সংকটও দেখা দিয়েছে ব্যস্ততম এলাকাগুলোতে। আজ মঙ্গলবার বেলা ২টা থেকে প্রেসক্লাব, শাহবাগ, বাংলামোটর, ফার্মগেট, বিজয় সরণি এলাকায় গাড়ির দীর্ঘ লাইন থাকায় অনেকেই গাড়ি থেকে নেমে হাটা শুরু করছেন গন্তব্যের দিকে। এদিকে সময় মতো পরিবহন না আসায় বাসের অপেক্ষায় অফিস ফেরত মানুষের লাইন দীর্ঘ ছিল প্রতিটি বাস স্ট্যান্ডেই। এতে একদিকে যানজট অন্যদিকে বাসের অপেক্ষায় অতিষ্ঠ হয়ে উঠছেন রাজধানীবাসী।
প্রেসক্লাব থেকে ফার্মগেট যাওয়ার জন্য আব্দুল্লাহপুর বঙ্গবন্ধু এভিনউ পরিবহনের বাসে উঠেছিলেন এক যাত্রী। বাংলামোটরে এসে বাস সামনের দিকে না যাওয়ায় নেমে যান ওই যাত্রী। তিনি বলেন, ১ ঘণ্টা ধরে গাড়িতে বসা। এর চেয়ে হাঁটা শুরু করলে আরো আগে আমি ফার্মগেট পৌঁছে যেতাম। একজন সিএনজি চালক বলেন, মহাখালী থেকে মোতালেব প্লাজা আসতে আমার ২ঘণ্টা ৫ মিনিট সময় লেগেছে। তাহলে বাসের কি অবস্থা এবার বুঝেন। তিনি বলেন, ঈদের কেনাকাটা করতে মানুষ প্রাইভেটকার নিয়ে বিভিন্ন মার্কেটে যাচ্ছেন। প্রইভেটকারের চাপে আরো যানজট বাড়ছে।
যানজটে রাজধানী স্থবির
