তথ্য প্রযুক্তি ডেস্ক:
আনুষ্ঠানিকভাবে চালু হল বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ পর্যায়ের কান্ট্রি ডোমেইন ডট বাংলা (.bangla)। শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনা এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই ডোমেইনের উদ্বোধন করেন। এর মধ্য দিযে ডট বাংলা ডোমেইনের সার্ভিস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল। ডট বিডি (.bd)-র পর বাংলাদেশের নিজস্ব দ্বিতীয় ডোমেইন সিস্টেম এটি।
উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, ডট বাংলা শুধু ডোমেইন নাম নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের প্রতীক! এ সময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিত ছিলেন। ডট বাংলা ডোমেইনের মাধ্যমে ইন্টারনেটে বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ নিজস্ব ভাষায় এখন থেকে প্রবেশ করতে পারবেন।
বাংলা ভাষার ক্ষেত্রে এটি আরেকটি আন্তর্জাতিক স্বীকৃতি। ডট বাংলার জন্য বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ ও সিয়েরা লিওন আবেদন করেছিল।
বোর্ড সভায় পরবর্তীতে ডোমেইনটির মূল্য নির্ধারিত হবে। তবে প্রাথমিকভাবে এই ডোমেইনের সাবস্ক্রিপশন চার্জ বছর প্রতি ধরা হয়েছে ৫০০ টাকা। অবশ্য বিশেষ ডোমেইন নামের ক্ষেত্রে এর দাম পড়বে ১০ হাজার টাকা।
রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)গত ৪ অক্টোবর বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে বরাদ্দ দেয়ার পর গ্রাহকদের মাঝে ডট বাংলা ডোমেইন বিতরণ শুরুর সকল প্রস্তুতি সম্পন্ন করে।
বিটিসিএল কর্মকর্তারা জানান, ডট বাংলা ডোমেইনের জন্য দরখাস্ত আহবান করা হবে। আগ্রহী গ্রাহকেরা অনলাইনের মাধ্যমে ডট বাংলার জন্য সকল প্রক্রিয়া শেষ করবে। ইন্টারন্যাশনাল কর্পোরেশন অব এ্যাসাইন্ড ন্যামস এ্যান্ড নাম্বার্স (আইসিএএএন) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে ডট বাংলা (বাংলা) ইন্টারনেট ডোমেইন বরাদ্দ দেয়।