ন্যাশনালডেস্ক : যশোরে ছায়া খাতুন (১৯) নামে হোটেলের এক কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার ভোরে যশোর শহরের নড়াইল বাসস্ট্যান্ড এলাকার ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ছায়া খাতুন যশোরের শার্শা উপজেলার ত্রিমোহিনী গ্রামের ইমান আলীর মেয়ে ও নড়াইল বাসস্ট্যান্ড এলাকার মফিজুর রহমান বাবুর খাবারের হোটেলের কর্মী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের নড়াইল বাসস্ট্যান্ড এলাকার মফিজুর রহমান বাবুর খাবারের হোটেলের কর্মী ছায়া হোটেল ভবনের তিনতলায় থাকতেন। রোববার ভোরে কে বা কারা তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে। সকালে খবর পেয়ে পুলিশ ছায়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, নড়াইল বাসস্ট্যান্ড এলাকার মফিজুর রহমান বাবুর খাবারের হোটেলের কর্মী ছায়া হোটেল ভবনের তিনতলায় আরেক কর্মী আমেনা বেগমের সঙ্গে থাকতেন। দ্বিতীয় তলায় হোটেল মালিক বাবু তার স্ত্রী নিয়ে বসবাস করেন। হত্যাকাণ্ডের পর পুলিশ লাশ উদ্ধার করেছে। একই সঙ্গে হত্যা রহস্য উদ্ঘাটনে হোটেল মালিক মফিজুর রহমান বাবু, তার স্ত্রী নাসিমা খাতুন ও হোটেল কর্মী আমেনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।