যশোরে যুবককে কুপিয়ে হত্যা

একাত্তরলাইভডেস্ক: যশোরে সুমন হোসেন (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার বিকেল সাড়ে চারটার দিকে শহরের বকচর হুশতলা এলাকায় সুমন হোসেনের এ ওপর হামলার ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এর আধা ঘণ্টা পর তিনি মারা যান। নিহত সুমন একই এলাকার আইয়ুব আলীর ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। নিহতের শ্যালক জানিয়েছেন, সুমন ট্রাকচালক। রোববার বিকেলে বকচর এলাকার চৌধুরীবাড়ির কাছাকাছি একটি গ্যারেজে ট্রাক মেরামত করছিলেন। এ সময় দুই যুবক এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন সুমনকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এর আধা ঘণ্টা পর বিকেল পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক আজিজুর রহমান জানিয়েছেন, সুমনের হাঁটুতে, বুকে, পিঠে কুপিয়েছে দুর্বৃত্তরা। যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন জানান, কারা তাকে হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।