ময়মনসিংহ হাসপাতালে নবজাতক বদলের অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে নবজাতক বদলের ঘটনা ঘটেছে । মঙ্গলবার বিষয়টি জানাজানি হলে, এই ওয়ার্ডে অভিভাবকদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে । জানা যায়, এই হাসপাতালে জেলার ফুলবাড়ীয়া উপজেলার মনির উদ্দিনের স্ত্রী নাসরিনের কোলজুড়ে ১ অক্টোবর বিকাল ৪টা ১০ মিনিটে একটি মেয়ে শিশু ভূমিষ্ট হয় । আড়াই কেজি ওজনের শিশুটিকে হাসপাতাল কর্তৃপক্ষ সিরিয়ালে টিকেট জুড়ে দেয় । যার নং – ১২০৪৭৮-৩৫৮ । মঙ্গলবার বিকালে হাসপাতাল কর্তৃপক্ষ মনিরের নিকট দেড় কেজি ওজনের একটি ছেলে শিশু বুঝিয়ে দিয়ে বলেন, এটিই আপনাদের সন্তান । এঘটনায় মনির উত্তেজিত হলে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে । রাজি না হয়ে মনির হৈচৈ শুরু করলে শিশু ওয়ার্ডে উত্তেজনা ছড়িয়ে পড়ে ।একপর্যায়ে আতংক ছড়িয়ে পড়লে হাসপাতালে অন্যান্য বাবা-মা তাদের সন্তানদের নিয়ে দিগি¦দিক ছোঁটাছোঁটি করতে থাকেন ।এই হাসপাতালে একটি চক্র মোটা টাকার বিনিময়ে নবজাতক পাল্টে ফেলা এবং চুরির অভিযোগ দীর্ঘদিনের ।এব্যাপারে হাসপাতালে কর্তৃপক্ষ জানান,দ্রুত বিষয়টি শুরাহা করা হবে ।