ময়মনসিংহে স্কুলছাত্র খুন

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় ছুরিকাঘাতে এক স্কুলছাত্রকে হত্যা করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইসতিয়াক আহমেদ তন্ময় সিটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিলেন। সে শহরের নওমহল এলাকার ফরিদ উদ্দিন ছেলে।
পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের নতুন বাজার এলাকায় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তন্ময়কে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে, বন্ধুদের সঙ্গে ঝগড়ার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।’
আসামি ধরার চেষ্টা চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।