ময়মনসিংহ প্রতিনিধি: জেলার ফুলপুরে আড়াই বছরের শিশু জোনাকীকে ধর্ষণ শেষে হত্যার দায়ে জসিম উদ্দিন (২০) নামের এক যুবককে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হেলাল উদ্দিন এ রায় দেন।
ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর নওজেশ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের জুলাই মাসের ২৬ তারিখ শিশু জোনাকীকে আসামী জসিম উদ্দিন ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করে। পরে স্থানীয় লোকজন আসামী জসিম উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। দীর্ঘ ৩ বছর পর বিচারিক কার্যক্রম শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হেলাল উদ্দিন মৃত্যুদন্ডাদেশের এ রায় প্রদান করেন।