ময়মনসিংহে মাছের খাদ্যের গাড়িতে মানুষের লাশ

ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় আমদানী করা মাছের খাদ্যের গাড়িতে পাওয়া গেলো মানুষের লাশ ।এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মালতি গ্রামে এনাম ফুড মিলে একটি ট্রাকে মাছের খাদ্য (মিটবন) আমদানী করা হয় । শনিবার ট্রাকটি (নং চট্রমেট্রো-১১-৩৭৪২) আনলোড কালে শ্রমিকরা অজ্ঞাত ৩৫-৪০ বছরের এক পুরুষের লাশ দেখতে পান ।পরে বিষয়টি স্থানীয়রা পুলিশকে খবর দেয় । মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার রাশেদুল হাসান জানান, লাশ উদ্ধারের প্রস্ততি চলছে ।