একাত্তরলাইভডেস্ক: ময়মনসিংহের বেলতলিতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে। এ সময় পিকআপ ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।নিহতের নাম মাহাবুব। আটককৃতরা হলেন আলমগীর মোল্লা, জহিরুল ইসলাম জমির ও মানিক হোসেন।বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে জেলা পুলিশ সুপার (এসপি) এই তথ্য জানান।এসপি সৈয়দ নুরুল ইসলাম দাবি করেন, বুধবার দিবাগত মধ্যরাতে বেলতলিতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এতে ডাকাত সর্দার মাহাবুব গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ দুপুরে মারা যায়।তিনি আরো জানান, এ চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্নস্থানে ডাকাতি করে আসছিল।
ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
November 10, 2016