ময়মনসিংহে পুজামন্ডপে হামলাকারী আটক না হওয়ায় আতংক

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সদরের বীনপাড়া পুজা মন্ডপে হামলাকারী চৌরা সেলিম বাহিনী ও তার সাঙ্গপাঙ্গদের ঘটনার তিনদিন পরও পুলিশ আটকে ব্যর্থ হওয়ায় বীন সম্প্রদায় আতংকগ্রস্ত হয়ে পড়েছে। সোমবার রাতে বীনপাড়া পুজা মন্ডপে চৌরা সেলিম দলবল নিয়ে আরতী বন্ধ করে দিয়ে নিজেরা নাচতে থাকে।

এক পর্যায়ে বীন সম্প্রদায়ের মেয়েদের তাদের সাথে নাচতে বাধ্য করতে চায়। এ সময় বীন সম্প্রদায়ের মেয়েদের সাথে অশালীন আচরন করতে থাকে। পরিস্থিতির অবনতি ঘটলে বীন পাড়া পুজা মন্ডপের পুজা বন্ধ করে দিয়েপুজারীরা জেলা প্রশাসকের বাসায় গিয়ে পুজা মন্ডপে চৌরা সেলিম বাহিনীর অত্যাচরের কথা জানায়।

ডিসি ঘটনাটি পুলিশ সুপারকে জানালে তিনি ফুলবাড়ীয়া থেকে এসে বীনপাড়া পুজা মন্ডপে গেলে পরিস্থিতির উন্নতি ঘটে। এ ব্যাপারে এসএনএন প্রতিনিধি রবীন্দ্র নাথ পাল মঙ্গলবার পুলিশ সুপারের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক। চৌরা সেলিমের গডফাদারদের বিষয়টি জানানো হয়েছে। আমি এ ব্যাপারে তাকে আটকের জন্য বলেছি।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম বলেন,চৌরা সেলিমের বিরুদ্ধে দ্রুতবিচার আইন সহ আটটি মামলা রয়েছে। সে এখন জামিনে আছে।বীনপাড়ার ঘটনা আমাদের জানা আছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।