ময়মনসিংহে পাগলা থানার নতুন ভবন উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি: জেলার গফরগাঁওে পাগলা থানার নবনির্মিতি ভবনের উদ্বোধন করা হয়েছে । বুধবার বিকালে বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক ।
উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গফরগাঁওয়ের সংসদ সদস্য ফাহমী গোল›ন্দাজ বাবেল, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার সালেহ উদ্দিন আহমেদ, রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন , জেলা প্রশাসক মো: খলিলুর রহমান প্রমুখ ।
এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ।
উল্লেখ্য, স্থানীয় গণপুর্ত বিভাগ ২ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে পাগলা থানার দ্বিতল ভবনের নির্মাণ কাজ শেষ করে আড়াই মাস আগে।
এ ব্যাপারে পাগলা থানার ওসি মোঃ চাঁন মিয়া জানান, প্রায় আড়াই আগে থেকেই এ ভবন থেকে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।