ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের পৌর কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই একই পরিবারের দুই নারী ও এক শিশুসহ চারজনের মৃত্যু হয়।
এসময় গুরুত্বর আহত ইসহাক মিয়া (৪০) ও তার সাত মাসের মেয়ে খাদিজাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, গৌরীপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের ইসহাক মিয়ার মা ফাতেমা বেগম (৬৫), স্ত্রী মনোয়ারা বেগম (৩০), ছেলে সাকিব (৫) ও নান্দাইল পৌর এলাকার চারিয়ানী পাড়ার সিএনজি চালক চান মিয়া (৩৩)।
ঈশ্বরগঞ্জ থানা পুলিশের ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, ঈশ্বরগঞ্জ থেকে ময়মনসিংহগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটি বেলা ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যায়। এসময় গুরুত্বর আহত হয় আরো ২ জন। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ পুলিশ ও স্থানীয়রা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং গুরুতর আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে গেছে।