ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে আর্মড পুলিশের অভিযানে ইয়াবাসহ আরিফুল ইসলাম ওরফে ইয়াছিন নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। সে শহরের কলেজ রোড এলাকার বাসিন্দা।২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে বালুঘাটস্থ পানি উন্নয়ন বোর্ড ওয়াবদা কলোনির মেইন গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ওসি অপারেশন মো. কাইয়ুম জানান, গ্রেপ্তারকৃত ইয়াছিনের নিকট থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে । তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা করা হয়েছে ।
ময়মনসিংহে আর্মড পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
