আসাদুল হক পলাশ, নরসিংদী থেকে: ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়ার অজুহাতে দীর্ঘ ২০ দিন যাবত ঝুলে আছে দ্বিতীয় শ্রেণীর ছাত্র শিশু আকাশ হত্যা মামলা। আকাশের দিনমজুর পিতা সাহাবুদ্দীন পুত্র হত্যার বিচার পাওয়ার আশায় থানা পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। ময়না তদন্ত রিপোর্টের অপেক্ষায় মামলাটি রুজু হচ্ছে না বলে জানিয়েছে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াছ আহমেদ।
নরসিংদীর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী কাজী নাজমুল ইসলাম বলেন, ময়না তদন্ত রিপোর্টের সাথে মামলা রুজুর কোন সম্পর্ক নেই। অভিযোগকারী এজাহার দাখিলের পর পুলিশ এফআইআর হিসেবে গন্য করে তদন্ত কাজ শুরু করতে পারে। পরে যদি ময়না তদন্ত রিপোর্টে অপমৃত্যু কিংবা আত্মহত্যা প্রমানিত হয় তবে মামলার ধারা পরিবর্তন হবে।
শিশু ছাত্র আকাশের পিতা সাহাবুদ্দিনের দায়ের করা এজহার থেকে জানা যায়, গত তিন’মে বিকেল পাঁচটার দিকে ছোট মাধবদী মহল্লার বাড়িওয়ালার ছেলে হৃদয়ের সাথে তার ছেলে আকাশ খেলাধুলা করার সময় ঝগড়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে বাড়িওয়ালা আজাদ ও তার স্ত্রী আকাশকে ধরে নিয়ে এলোপাতারি মারধোর করে। পরে এক পর্যায়ে গলায় চেপে ধরলে শ্বাসরুদ্ধ হয়ে আকাশ মারা যায়। বিষয়টি কয়েক জন ভাড়াটিয়া দেখে ফেললে জানাজানি হয়। পরে সাহাবুদ্দিন মাধবদী থানায় হত্যার অভিযোগ এনে একটি এজহার দায়ের করেন। কিন্তু পুলিশ এজহারটি নিয়মিত মামলা হিসেবে গন্য করছেনা ময়না তদন্ত রিপোর্ট প্রাপ্তির অজুহাত দেখিয়ে।