ময়নামতি হাইওয়ে-দেবপুর ফাঁড়ির পৃথক অভিযানে,ইয়াবা,গাজাঁ উদ্ধার,আটক-৩

শাহআলম শফি,কুমিল্লা
কুমিল্লা ময়নামতি হাইওয়ে পুলিশের একটি দল রোববার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকায় যাত্রীবাহী একটি বাস তল্লাসী করে সোহাগ (৩৫) নামের এক যাত্রীকে আটক ও তার কাছ থেকে ১৩’শ পিছ আমদানী নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করেছে। এদিকে বিকেলে বুড়িচংয়ের দেবপুর ফাঁড়ি পুলিশ রামপুর এলাকা থেকে সানোয়ার ও ইকরাম নামের দু’যুবককে ১২ কেজি গাঁজা সহ আটক করেছে।
হাইওয়ে পুলিশ সুত্র জানায়,কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানা পুলিশের একটি দল সার্জেন্ট এনামুলের নেতৃত্বে রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া এলাকায় ওত পেতে থাকে।

এসময় চট্টগ্রাম থেকে বরিশালগামী এসএ ট্রাভেলস্ নামের একটি বিলাস বহুল বাস থামিয়ে তল্লাসী করে সোহাগ নামের একযাত্রীকে আটক করে। পরে তার কাছ থেকে ১৩’শ পিছ আমদানী নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বুড়িচং দেবপুর ফাঁড়ির ইন্সপেক্টর মনজুর কাদের ভূইয়া জানান,জেলার বুড়িচং উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের রামপুর উচ্চ বিদ্যালয়ের সামনে রোববার বিকেল সাড়ে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাসির উদ্দিন ও এএসআই জহিরের নেতৃত্বে পুলিশের একটি দল দু’যুবককে আটক করে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আমদানী নিষিদ্ধ ১২ কেজি ভারতীয গাঁজা। আটককৃতরা হচ্ছে,একই উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল গ্রামের সানোয়ার হোসেন (২৫) ও ইকরাম (২৮)। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।