ময়নামতিতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা

শাহ আলম শফি,  প্রতিনিধি কুমিল্লা
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতির ফরিজপুর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়ে সন্ত্রাসীর দল। আহত ব্যবসায়ী বর্তমানে মূমূর্ষ্য অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় আহতের ছোট ভাই বাদী হয়ে সন্ত্রাসীদের নামে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেছে।
মামলার বিবরণে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর গ্রামের মোঃ আনু মিয়া শেখের পুত্র মোঃ মোবারক হোসেন (৫০) দীর্ঘদিন যাবত ফরিজপুর এলাকায় মুদি মালের ব্যবসা করে আসছিল। মোবারক হোসেনের পরিবারের সাথে একই এলাকার মোঃ সাইফুল ইসলাম, মোঃ কাউসার, মোঃ ময়নাল হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ মোসলেম উদ্দিন, আবু তাহের, মোঃ সিদ্দিকুর রহমান গংদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ওই বিরোধ’কে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন মোবারক হোসেনের পরিবারের সম্পত্তি জবর দখল, বাড়ী থেকে উচ্ছেদ ও বিভিন্ন সময় প্রানে মেরে ফেলার হুমকী ধমকি দিয়ে আসছিল।

মোবারক হোসেন ও তার পরিবারের লোকজন বিষয়টি স্থানীয় চেয়ারম্যানসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গদের অবহিত করে। এ খবরে উল্লেখিত সন্ত্রাসীদল আরো ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সকালে মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে মোবারক হোসেন ও তার পরিবারের উপর হামলা চালায়। সন্ত্রাসীদল এসময় মোবারক হোসেন’কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়, এতে মোবারক হোসেন মারত্মক ভাবে আহত হয়। সন্ত্রাসী দল এসময় মোবারক হোসেনের রোপনকৃত ১০/১২টি গাছ কেঁটে ফেলে ও তার ছোট ভাই আবুল কালাম আজাদ’কে পিটিয়ে আহত করে।

আহতদের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীদল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থাণীয়রা এসময় আহত ব্যবসায়ী মোবারক হোসেন’কে উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এঘটনায় আহতের ভাই আবুল কালাম বাদী হয়ে উল্লেখিত সন্ত্রাসীদের নামে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেছে। আহত ব্যবসায়ী মোবারক হোসেন বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এ ঘটনায় দেবপুর ফাঁড়ী পুলিশ ঘটনাস্থল পরিদর্শন পূর্বক সন্ত্রাসীদের গ্রেফতারের অভিযান চালিয়ে যাচ্ছে।