ময়নামতিতে আটকের পর জিজ্ঞাসাবাদ নগরীতে ব্যাংক গ্রাহকের লুণ্ঠিত টাকাসহ ৭ জন আটক

এম এস শফি: কুমিল্লা মহানগরীর চকবাজার ব্রাক ব্যাংক থেকে ৭ টাকা টাকা উত্তোলন করে ফেরার পথে ২৯ সেপ্টেম্বর দুপুরে মনোহরপুর হিলটন টাওয়ারের সামনে আগ্নেয়াস্ত্রের মুখে ছিনতাই হওয়া টাকার মাঝে ৩০ সেপ্টেম্বর ৬জনকে আটকে তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি হোন্ডা,পিস্তল,গুলি ও লুণ্ঠিত ৫ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করেছে ডিবি পুলিশ। তার আগে ময়নামতি সিন্দুরিয়াপাড়া গ্রাম থেকে মোঃ রুবেল মিয়া নামের এক শীর্ষ ছিনতাইকারীকে ২ রাউন্ড গুলি ও একটি দেশীয় তৈরী এলজিসহ আটক করে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার হয় । শনিবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার অফিসের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে জানা যায়,গত ২৯ সেপ্টেম্বর নগরীর চকবাজার এলাকার ব্র্যাক ব্যাংকের শাখা থেকে ২ জন গ্রাহক ৭ লাখ টাকা তুলে রিক্সা যোগে বাসায় ফেরার পথে দুপুর পৌনে ২ টায় মনোহরপুর হিলটন টাওয়ারের কাছে একদল ছিনতাইকারীর কবলে পড়েন। ৭/৮ জনের সশস্ত্র আগ্নেয়াস্ত্রধারী যুবকরা হোন্ডাযোগে এসে তাদের রিক্সার গতিরোধ করে এবং প্রাননাশের হুমকী দিয়ে ৭ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। কোতয়ালী থানায় এব্যাপারে মামলা রুজু হলে পুলিশ টাকা উদ্ধারের অভিযানে নামে। পাশাপাশি বিষয়টি স্পর্শ কাতর হওয়ায় ডিবি পুলিশকেও পুলিশ সুপার নির্দেশ দেন। এরপর ৩০ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে ডিবি পুলিশের এসআই সহিদুল ইসলাম ও শাহ কামাল আকন্দের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সিন্ধুরিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে আটক করে নগরীর অন্যতম শীর্ষ ছিনতাইকারী রুবেল মিয়া ওরফে দাগী রুবেলকে। এসময় তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশীয় তৈরী এলজি ও ২ রাউন্ড গুলি। তাকে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে ডিবি পুলিশ নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে শিবলী,ইবনে আশফাত ইকবাল ওরফে ফারহান,মিরাজুল সাকিব,আরিফুল জাহান পূর্ণ,জিয়াউল হক ফাহিম ও সাইফুল ইসলামকে আটক ও তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল,২ রাউন্ড গুলিসহ একটি পিস্তল ও ছিনতাই হওয়া টাকার মাঝে ৫ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করে।