মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের সদর উপজেলার আকবরপুরে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে বারাটার দিকে মৌলভীবাজার- শ্রীমঙ্গল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজলার কদুপুর গ্রামের হাফিজ আব্দুল হাশিমের ছেলে আশফাক আহমেদ(২৫) ও মোকামবাজার এলাকার আমির আলীর ছেলে কামরুল ইসলাম (২৫)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আছেন বিশাল আহমদ (২৭)।
মৌলভীবাজার সদর থানা এ এস আই পপি আক্তার জানান, রাত সাড়ে বারাটার দিকে মাটর সাইকেল করে ৩জন শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার আসাছিলেন। ঘনকুয়াশার কারণে রাস্তার পাশে রাখা সংস্কার কাজের ব্যবহৃত রোলার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে তিন মটরসাইকেল আরোহীর দুই জন ঘটনাস্থলেই মারা যান। অপর আরোহীকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।