আন্তর্জাতিকডেস্ক: ভারতের প্রজাতন্ত্র দিবসে অংশ নেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে মোদীর এই আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন ট্রাম্প।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়েছে।
প্রতিবেদন বলা হয়, চলতি বছরের আগস্টে মোদি ট্রাম্পকে ভারত সফরে আসার আমন্ত্রণপত্র পাঠান বলে নিশ্চিত করেন হোয়াইট হাইসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স। তিনি বলেন, ট্রাম্পকে পুনরায় আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।
তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এদিকে দিল্লির মার্কিন দূতাবাস বলছে, ট্রাম্পের সফরসূচির ব্যাপারে হোয়াইট হাউস ছাড়া আর কেউ মন্তব্য করার ক্ষমতা রাখে না।
গত কয়েক সপ্তাহ ধরে মার্কিন কর্মকর্তারা এটা অনুমান করছেন, আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ভারতের প্রজাতন্ত্র দিবসে অংশগ্রহণে নরেন্দ্র মোদির আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এর আগে দু’বারের ভারত সফরে দ্বিতীয়বার অর্থাৎ ২০১৫ সালে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
এনডিটিভি বলছে, মোদির আমন্ত্রণ প্রত্যাখান করা এটাই প্রমাণ করে যে, ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটছে প্রতিনিয়ত। যদিও প্রকাশ্যে তাদের দু’জনকে বেশ ভালো সম্পর্ক রক্ষা করতেই দেখা গেছে।