নারায়ণগঞ্জপ্রতিনিধি:নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের ভোট গ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত। ভোট গ্রহণের পর পরই শুরু হয় ভোট গণনা। ভোট গণনার ফলাফল ইতোমধ্যে আসতে শুরু করেছে। নির্বাচনে মোট ১৭৪ ভোট কেন্দ্রে মধ্যে প্রাপ্ত ১০৫কেন্দ্র এগিয়ে আছে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। এদিকে দেখা গেছে যে বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান অনেক ব্যবধানে পিছিয়ে আছেন।
এদিকে সকাল থেকে ভোটকেন্দ্রে আসা ভোটাদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। কারণ তারা সুষ্ঠু ও বিশৃঙ্খলভাবে ভোট দিতে পেরে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এছাড়াও ভোটগ্রহণ সুষ্ঠু ও বিশৃঙ্খলভাবে হওয়া নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ।