নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনের পর এবার ঢাকা ওয়াসাকে ব্যর্থ প্রতিষ্ঠান বললেন গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আজ বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবন সম্মেলন কক্ষে গণপূর্ত অধিদপ্তরের বার্ষিক সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন যে ঢাকা ওয়াসা জলাবদ্ধতা নিরসনে পুরোপুরি ব্যর্থ। আমিও তার সাথে একমত। সুইস সিস্টেম পাইপ কোনদিকে যাচ্ছে কোথায় যাচ্ছে ঢাকা ওয়াসার কোনো খেয়াল নেই। অথচ একটা শহরে এই প্রাণ হলো সুইস সিস্টেম ম্যানেজ করা।