বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী রূপা আক্তার দরিদ্র পরিবারের সন্তান, সে বিভিন্ন বাধা কষ্ট উপেক্ষা করে নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে এবারে এসএসসিতে বানিজ্যে শাখায় জিপিএ-৫ পেয়েছে। উপজেলার মধ্যশিহিপাশা গ্রামের দরিদ্র শফিকুল মিয়া ও সিমু বেগমের ২ মেয়ের মধ্যে রূপা আক্তার বড়। পিতা মেয়ের লেখা পড়ার দায়িত্ব না নিলেও মা সিমু বেগম মেয়েকে কষ্ট করে লেখাপড়া করিয়েছেন।
দারিদ্রতাকে জয় করে পরিবারের কাজের ফাঁকে অন্যের বাড়িতে প্রাইভেট পরিয়ে সেই টাকা দিয়ে লেখা পড়া করত। তার মামাদের পরিবার তাদের সব সময় সহযোগীতা করেছেন। নিজে কোন শিক্ষকের কাছে প্রাইভেট পড়ত না। সে দৈনিক ৭-৮ঘন্ট পড়া লেখা করত। তার লেখাপড়ার জন্য বিদ্যালয়ের শিক্ষকরা সব সময় খেয়াল নিত। সে বানিজ্য বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে।
এখন তার চোখ ভরা স্বপ্ন সে উচ্চ শিক্ষা লাভ করবে। সংসার চালিয়ে মেয়ের লেখাপড়া করানোর মত শক্তি নেই পরিবারের। তাই বর্তমানে টাকার অভাবে ভাল কলেজে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পরেছে রূপা আক্তারের। সে লেখাপড়া করে ভবিষৎতে একজন ব্যাংকার হতে চায়।