খাগড়াছড়ি প্রতিনিধি:খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্যবাসীর উন্নয়নে উদার। তার নেতৃত্বে পাহাড়ে বসবাসকারীদের মধ্যে থাকা প্রচীর ভেঙ্গে দিয়ে শান্তি চুক্তি হয়েছে। যার সুফল এখন এ অ লের মানুষ ভোগ করছে।
তিনি আজ বিকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মেধাবী অসচ্ছল ও অনগ্রসর ছাত্র-ছাত্রী ২০১৫-১৬ অর্থ বছরের শিক্ষা বৃত্তি প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ি প্রকৌশলঅ শাখার সম্মেলন কক্ষকে খাগড়াছড়ি জেলার নয় উপজেলার বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে ২০৫ জন,কলেজ পর্যায়ে ২২২ জনকে শিক্ষার্থীকে মাঝে বৃত্তি দেওয়া হয়।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান শহীনুল ইসলাম ও সদস্য- পরিকল্পনা ইমরুল আলম চৌধুরী।
মেধাবী অসচ্ছল ও অনগ্রসর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্যবাসীর উন্নয়নে উদার: কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
