নিজস্বপ্রতিবেদক:২২ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন কে সামনে রেখে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীর সমর্থনে কর্মী সমাবেশ অনুষ্ঠানে রোববার সকালে নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক বলেন, ‘গত নির্বাচনের মত এ নির্বাচনেও বিএনপি শেষ পর্যন্ত সরে দাঁড়াবে। সাখাওয়াতকে যে কোন সময় ‘কোরবানী’ দেয়া হবে। বিগত জাতীয় নির্বাচনের পর বিএনপি কোন নির্বাচনে অংশ নেয়নি। আর তাই এবারও তারা নির্বাচন বর্জন করে সরে দাঁড়াবে বলে তিনি মনে করেন। এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রোববার রাতে একাত্তরলাইভ ডট কম কে বলেন ২০ দলীয় মনোনীত মেয়র প্রার্থী এড.সাখাওয়াত হোসেন সুষ্ঠ নির্বাচন হলে ধানের শীষের বিজয় সু-নিশ্চিত। তিনি বলেন, নারায়ণগঞ্জের মানুষ জেগে ওঠেছে। তারা পরিবর্তন চায়। হারানো ভোটাধিকার ফিরে পেতে চায়। নৌকা গণতন্ত্র হরণের প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মানুষ এবার ধানের শীষ কে ভোট দেবে।তিনি বলেন, ২০১১ সালের ৩০ অক্টোবর নির্বাচন সুষ্ঠুভাবে করতে নির্বাচন কমিশন সরকারের কাছে সেনাবাহিনী চেয়েও পায়নি। সেজন্য আমরা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলাম। কিন্তু এবার আমাদের ধানের শীষ ও নৌকার মর্যাদার লড়াই। মৃত্যুর আগ পর্যন্ত আমি নির্বাচনের মাঠে থাকবো। অপ প্রচার চালিয়ে ভোটার দের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করছে। নৌকার ভরা ডুবি বুঝতে পেরে এ সব অপপ্রচার করছে তারা। সাখাওয়াত হোসেনএসব অপপ্রচার কে কান না দিয়ে ভোটার দের ২২ডিসেম্বর ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান ।
মৃত্যুর আগ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবো:সাখাওয়াত
December 18, 2016