মূসক কমানোর দাবিতে ব্যবসায়ীরা কর্মবিরতি পালন করছে

একাত্তরলাইভডেস্ক:মূল্য সংযোজন কর (মূসক) কমানোর দাবিতে কর্মবিরতি পালন করছে ব্যবসায়ীরা। বুধবার সকাল থেকেই এ কর্মসূচি শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি চলবে। এ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বেশির ভাগ মার্কেট ও দোকানপাট বন্ধ রাখা হয়েছে। দাবি না মানলে সামনে বৃহৎ কর্মসূচি দেওয়ার ঘোষণাও দিয়েছে ব্যবসায়ি ঐক্য ফোরাম।বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সামনে ৩০ অক্টোবর (রবিবার) এক প্রতিবাদ সমাবেশে এ কর্মসূচি দিয়েছিল ঐক্য ফোরাম।জানা গেছে, নতুন মূসক আইনে প্যাকেজ মূসকব্যবস্থা অন্তর্ভুক্ত করা, মূসকের পরিমাণ কমানো, লেনদেন সীমা তুলে নেওয়াসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা।চলতি বছরের বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নতুন মূসক আইনের বাস্তবায়ন এক বছর পিছিয়ে দিলেও সর্বনিম্ন প্যাকেজ মূসকের পরিমাণ ঢাকায় ১৪ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৮ হাজার টাকা করেন। পাশাপাশি লেনদেন সীমা ৮০ লাখ টাকা নির্ধারণ করে দেন। এসব নিয়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আপত্তি করছেন।রাজধানীর বিভিন্ন ব্যবসায়িক এলাকা ঘুরে দেখা গেছে, বুধবার সব মার্কেট ও দোকান বন্ধ আছে। পুরান ঢাকায় পণ্য ও মার্কেটভিত্তিক ব্যবসায়িক সংগঠন ধর্মঘটের সমর্থনে দোকানের সামনে ব্যানার ঝুলিয়ে রেখেছে। তারা এলাকায় মাইকিংও করছে এবং মূসক কমানোর দাবি জানিয়ে মিছিল বের করেছে।